মো: তোফায়েল আহমেদ, রাজনৈতিক প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বীই যেন আওয়ামী লীগ। দলীয় বিভিন্ন কর্মসূচিতে এমন দৃশ্যই ফুটে ওঠেছে।
জানাগেছে, শিবপুরে আওয়ামী লীগকে দ্বি- খণ্ডিত করতে গুটি কয়েক নেতার চেষ্টা অব্যাহত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃণমূল আওয়ামী লীগ নেতা বলেন, শিবপুরের একজন নেতা জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েও কেন জানি তিনি আওয়ামী লীগকে দ্বি- খণ্ডিত করতে তৎপর রয়েছেন। বিগত দিনে শিবপুরে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতার আসনে বসেন ওই নেতা। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। অনেকেই মনে করেন দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হলে তিনি আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েও আওয়ামী লীগকে সংঘটিত না করে গ্রুপিংয়ে মেতে উঠেছেন। এর কারণ হিসেবে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই নেতা যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পান তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যার ফলে তিনি দলকে সংগঠিত করতে সচেষ্ট নন। এরই বহিঃপ্রকাশ ঘটে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের আমৃত্যু চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে। উপজেলার বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত ৩১ জুলাই বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও শিবপুর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মাইনাস করে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই শিবপুরে আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করতে চান গুটি কয়েক নেতা। এতে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মনে করেন কতিপয় নেতার স্বার্থ হাসিলের জন্যই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলকে সংগঠিত করার পরিবর্তে দ্বিখন্ডিত করতে তৎপর রয়েছেন। এমতাবস্থায় দলকে সংগঠিত করতে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ।