বিনামূল্যে মানব সেবা প্রদানের জন্য গঠন করা শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর।আর এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের নাম অর্ন্তভুক্ত করার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ১ লা অক্টোবর। রেজিস্ট্রেশন ফ্রি নেয়া হচ্ছে দুই শত টাকা। ২২ অক্টোবর সকাল ৯ ঘটিকায় শিবপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হবে এই মিলনমেলা।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্য মুকুল মোল্লা দৈনিক সকালের আলো’কে বলেন- আমরা মানব সেবার জন্য এই সংগঠন গঠন করেছি।ইতিমধ্যেই আমরা বিনামূল্যে সেবা প্রদান করা শুরু করেছি।যার মধ্যে রয়েছে – প্রতিবন্ধীদের হুইল চেয়ার,শেলাই মেশিন বিতরন, ঘর তৈরি ও স্বেচ্ছায় রক্তদান প্রদানের মতো কর্মসূচী।মিলনমেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে প্রবেশ কার্ড, টি-শার্ট,ম্যাগাজিন,সংগঠন ক্রেস্ট,দুপুরের খাবার,কফি দেওয়া হবে।এছাড়াও মিলনমেলায় অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।এই অনুষ্ঠানে ৫ থেকে ৭ শত সদস্য অংশগ্রহণ করার সম্ভাবন রয়েছে।গত ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া রেজিস্ট্রেশন আগামীকাল শনিবার শেষ হবে।