আলো রিপোর্ট :
ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ সহ বিভিন্ন দাবী বাস্তবায়নের দাবীতে আগামী ১৪ সেপ্টেম্বর গণ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা। ইসলামী আন্দোলন শিবপুর উপজেলা শাখার এক জরুনী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয।
শিবপুর কলেজ গেইড শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত্ব গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহীম মীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচীব মাওলানা গাজী আতাউর রহমান। সমাবেশে বক্তব্য রাখবেন — ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাথার সভাপতি মাওলানা আব্দুর রহীম মীর শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —– ভারত সব সময়ই তিস্তার বাধঁ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারছে। আবার যখন আমাদের পানির দরকার হয় তখন তিস্তার বাধঁ বন্ধ করে দেয় ভারত। ফলে খরার সময় আমরা পানি পাই না। তাই ভারতের এই পানি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাখার পক্ষ থেকে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।গণ সমাবেশ সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।