
সাংবাদিক ও লেখক নূরুল ইসলাম নূরচান
নিজস্ব সংবাদাতা:
প্রবীণ সাংবাদিক ও লেখক, শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল জাগো নরসিংদী ২৪ ডডট কম, এর সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক নরসিংদী খবরের সিনিয়র স্টাফ রির্পোটার নূরুল ইসলাম নূরচান অনলাইন নিউজ পোস্টাল শিবপুরের আলো ২৪ ডট কমের সাথে আলাপচারিতায় বলেন – আমি জীবনের বাকীসময় টুকু অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে থেকে আজীবন মানুষের সেবা করতে চাই। কাজ করতে গিয়ে জীবনে যত বাধাই আসুক না কেন আমি সত্যের পথ থেকে পিছপা হবো না। নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর খবর পএিকায় ১৯৯২ সালে শিবপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করি।সেই থেকে সত্যের পথে আছি।অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতিত মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। লিখনির মাধ্যমে জীবনের বাকীসময় টুকুও জনগণের সেবা করতে চাই।
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের পেতিপলাশী গ্রামের মৃত সামসুদ্দীনের মেজ ছেলে তিনি।প্রবীণ এই সাংবাদিকের ৪ টি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
বাইশে মাঘ’ গল্প গ্রন্থের জন্য কবি খান মুহাম্মদ মইনুদ্দিন সাহিত্য পুরস্কার-২০১০ এবং একই বছর একই গ্রন্থের জন্য বাংলাদেশ কবি সংসদ কর্তৃক সাহিত্য পুরস্কার-২০১০ লাভ করেন তিনি