নিজস্ব সংবাদদাতা:
গতকাল বুধবার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই কারণে আজ বৃহস্পতিবার বিকালে আনন্দ মিছিলের আয়োজন করে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ। আর আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে প্রাণ গেল উপজেলা আ.লীগের উপ প্রচার সম্পাদক মো: আমাল হোসেন ভূঁইয়া (৪৩)। নিহত আমাল ভূইয়া উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ছেলে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুনুর রশীদ খানের ভক্ত ছিলেন তিনি।
জানাগেছে, আনন্দ মিছিলটি কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল হোসেন।তারপর প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ দেখে সাথে সাথেই জেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। আমান ভূঁইয়ার জানাজা আগামীকাল শুক্রবার সকাল ১১ ঘটিকায় শিবপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
,