আলো রিপোট;
নরসিংদীর শিবপুর উপজেলার দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনা গুলোকে দেশ বিদেশের ভ্রমন পিপাসুদের কাছে তুলে ধরার লক্ষ্যে আমাদের শিবপুর গ্রুপের উদ্দ্যোগে চলছে ফটো প্রতিযোগিতা ২০২৩।প্রতিযোগিতা চলবে পহেলা জানুয়ারী থেকে পনের জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আমাদের শিবপুর ফেইসবুক গ্রুপের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য টুটুল রহমান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন— আমাদের শিবপুর উপজেলায় অনেক অনেক দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনা রয়েছে।কিন্তু সেই গুলি অনেকেরই অজানা।তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে সবার সামনে তুলে ধরার জন্যই এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে।গত তিন বছর যাবত আমরা ফটো প্রতিযোগিতার আয়োজন করে আসছি।গত ১লা জানুয়ারী প্রতিযোগীতা চালু হওয়ার পর তিন দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।তবে নিয়ম না মেনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ছবি পোষ্ট করলেও তাদের অনেকের পোষ্ট করা ছবি বাতিল বলে গণ্য হবে।ইতিমধ্যে অনেকে অনেক ভালো ভালো ছবি পোষ্ট করেছেন। কিন্তু তারা নিয়ম না মেনে পোষ্ট করায় তা বাতিল করা হয়েছে।নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে সকল সদস্যদের প্রতি আহবান জানান তিনি।যারা নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ম,২য়,৩য় স্থান হিসেবে বিজয়ী হবেন তাদের কে আকর্ষনীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও আরো তিন জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদানের করা হবে।