বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত এখন পুরো বিশ্ব।বিশ্বকাপ যেখানেই হোক না কেন, উল্লাস-উদ্দীপনা কম থাকে না পৃথিবীজুড়ে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের এবারের আসর বসছে কাতারে। প্রতিবারের মতো সেই উত্তেজনার ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। এমনিতেই বিশ্বকাপ ফুটবলের সময় পুরো দেশে জোয়াড় পড়ে পতাকা-জার্সির। শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সর্বত্র ছেয়ে যায় প্রিয় দলের পতাকায়।
এবার ব্যাতিক্রম কিছু করেছে নরসিংদীর বিল্লাল নামের একজন ভ্যান চালক।তার দুটি ভ্যান ছিলো তার মধ্যে একটি বিক্রি করে এর টাকায় অপর ভ্যানটি আর্জেন্টিনার পতাকার সাথে মিল রেখে রং করেছে।ভ্যানের সামনে টানিয়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। ফুটবল এবং প্রিয় দলের প্রতি এমন ভালোবাসার প্রতিফলন দেখে এলাকাবাসী বিমোহিত। তাদের মতে বিল্লালরাই ফুটবল প্রেমিদের মনে দিয়েছে নতুন মাত্রা।বিল্লাল নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ইসমাইলের ছেলে।ভ্যান চালিয়ে চলে তার সংসার।এ ব্যাপারে বিল্লাল বলেন,আমি আর্জেন্টিনার সাপোর্টার।প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমার ভ্যানটিকে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করিয়েছি।