নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে গুলি করে হত্যা চেষ্ঠার ঘটনায় জড়িতদে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল উপজেলা মৎস্যজীবী লীগ।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যােগে আগামীকাল বৃহস্পতিবার ( ১/৬/২০২৩) বিকাল তিনটায় ঢাকা — মনোহরদী সড়কের শিবপুর বাসষ্ট্যাডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু আজ বুধবার বিকালে ঢাকার একটি হাসপাতালে হারুন অর রশীদ খাঁনের মৃত্যু হওয়ায় প্রতিবাদ সভা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্যজীবী লীগের এক নেতা। আগামীকাল জানাযা শেষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।
উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগ ও শিবপুর পৌরসভা সহ মাছিমপুর, চক্রধা, আয়ুবপুর, দুলালপুর, পুটিয়া, যশোর, বাঘাব, সাধারচর, জয়নগর ইউনিয়ন কমিটির সকল নেতা/কর্মীরা আগামীকালের কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকল প্রস্তুতি নিয়ে ছিলেন বলে একটি সূত্র জানান।
উল্লেখ্য যে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ২৫ বছর দায়িত্ব পালন করা আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে নিজ বাসায় গত ২৫ ফেব্রুয়ারী সকালে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্ঠা করে।