আলো রিপোর্ট:
শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের ‘ নির্বাচনী পরীক্ষা ২০২৩’ এর সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ মে চালু হয়ে ১৪ জুন শেষ হবে এই নির্বাচনী পরিক্ষা।
শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞতি সূত্রে জানাগেছে,
কলেজের পূর্বের যাবতীয় পাওনা আগামী ২৫ মে এর মধ্যে পরিশোধ করে প্রবেশ পত্র গ্রহণ করতে হবে।প্রবেশপত্র ব্যতিত পরিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে না। নির্ধারিত পোশাক না থাকলে পরীক্ষা কেন্দ্রে ডুকতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের। পরীক্ষা দুপুর দেড় টায় শুরু হয়ে বিকাল সাড়ে চার টায় শেষ হবে। ২৯ মে মানবিক বিভাগের বাংলা বিষয় দিয়ে শুরু হবে নির্বাচনী পরীক্ষা। ৩০ মে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা, ৩১ মে মানবিক বিভাগের ইংরেজী, ১ লা জুন বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগের ইংরেজী, ৪ মে মানবিক বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৫ মে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, ৬ মে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ৭ মে পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, ৮ মে হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা, ১১ মে রসায়ন বিজ্ঞান ও ইসলাম শিক্ষা, ১২ মে সমাজ বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, ১৩ মে উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপণন জীববিজ্ঞান, ১৪ মে অর্থনীতি ( মানবিক, ব্যবসায় শিক্ষা) গনিত।