নিজস্ব সংবাদাতা:
আজ ১৫ জানুয়ারী ২০২৩। জিনিয়া জিন্নাত শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের এক ব্ছর পূর্ণ করলেন আজ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সব সময় তৎপর ছিলেন তিনি। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের পাশাপাশি সংবাদকর্মীদের সাথে ভালো সর্ম্পক রাখতেও সফল হয়েছেন তিনি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, তার অধীনস্ত কিছু সরকারী কর্মকর্তাদের বিভিন্ন্ অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন ইউএনও জিনিয়া জিন্নাত। উপজেলার দুলালপুর, জয়নগর ও বাঘাব ইউনিয়নের কিছু এলাকার লাল মাটির টিলা কেটা ও অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনটাই মনে করেন অনেকে।গত ২০২২ সালের ১৬ জানুয়ারী সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাবিরুল ইসলামের নিকট থেকে ইউএনও’র পাশাপাশি শিবপুর পৌরপ্রশাসকের দায়িত্ব গ্রহন করেছিলেন তিনি। শিবপুর পৌরসভার পৌরপ্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করার পর গত এক বছরে পৌর নাগরিকরা হয়রানির শিকার হয়েছে বেশি।