• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইতিহাস সৃষ্টি করলেন শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার!

admin / ৫৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব সংবাদদাতা:

বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেফতার করে নতুন ইতিহাস সৃষ্টি করলেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।এর আগে শিবপুর উপজেলা আওয়ামীলীগ কিংবা বিএনপির কোন সাধারণ সম্পাদক কে গ্রেফতার করেনি শিবপুর থানা পুলিশ।তবে নার্গিস হত্যা মামলায় শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ কে গ্রেফতার করেছিল থানা পুলিশ।শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের প্রচেষ্টায় অল্প দিনের মধ্যেই জেল হাজত থেকে জামিনে ছাড়িয়ে এনে ফুলের মালা দিয়ে বরণ করেছিল তাঁকে।

জানাগেছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ফিরোজ তালুকদার নরসিংদী থেকে বদলী হয়ে শিবপুর মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করে।দায়িত্ব গ্রহনের মাত্র এগার দিন (৪/১/২০২৩)পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদ সুমন মুন্সীকে গ্রেফতার করে থানা পুলিশ।পরের দিন কোর্টে হাজির করলে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করে।কয়েকদিন জেল হাজতে থাকার পর জামিনে সুক্তি পেয়েছিলেন তিনি।

গত ১০ ফেব্রুয়ারী ওসি ফিরোজ তালুকদারের নির্দেশে থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে।ঘটনার দিন দিবাগত রাত নয়টার সময় নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।পরের দিন তাঁকে কোমরে রশি বেঁধে কোর্টে প্রেরণ করে থানা পুলিশ।থানার প্রধান হিসেবে এর দায় ওসি উপরেই বর্তায়।যদিও ওসি ফিরোজ তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি বাঁধার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সংবাদকর্মীকে। কিন্তু থানার ওসি হিসেবে তিনি এর দায় কোন ভাবেই এড়িয়ে যেতে পারেননি বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযোদ্ধারা।

একটি নির্ভরযোগ্য সৃত্রে জানাগেছে, আবু ছালেক রিকাবদার কে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছিল আ’লীগের এক প্রভাবশালী প্রবীণ নেতা।থানা থেকেই ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলেন তিনি।কিন্তু ওসি ফিরোজ তালুকদার আ’লীগের সেই নেতার কথায় কোন সাড়া দেননি।

কয়েকজন আওয়ামীলীগ ও বিএনপির স্হানীয় নেতা শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, শিবপুর উপজেলার জনগণ অত্যান্ত শান্তি প্রিয় মানুষ।সরকার পরিবর্তনের পরে দে্শের বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে আওয়ামীলীগ কিংবা বিএনপির নেতাদের মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় চললেও শিবপুরে কিন্তু এ রকম পরিস্থিতি আগে কখনো হয় নি।তবে এবার এই প্রথম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে ইতিহাস সৃষ্টি করেছেন ওসি ফিরোজ তালুকদার।আসলে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার পর শিবপুরে রাজনৈতিক অবস্থা খারাপ হয়েগেছে।একজন মুক্তিযোদ্ধার কোমরে রশি বাঁধার ঘটনায় স্হানীয় বিএনপির পাশাপাশি শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরও নিন্দা জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category