• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা.

ইদুঁরের ঔষধ খেয়ে শিবপুরে শিক্ষার্থী আত্নহত্যায় শিক্ষিকা বরখাস্ত

admin / ৪৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২


প্রভাকে এই গাড়ীতে করে শিবপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী আইনুন তাজরি প্রভা ইদুঁরের ঔষধ খেয়ে আত্মহত্যা করায় শিক্ষিকা নার্গিস সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের প্রবাসী ভুট্টু মিয়ার মিয়ার মেয়ে প্রভা।

জানাগেছে, আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার যথা রীতি প্রভা স্কুলে যায়। স্কিন টাউজার পড়ে স্কুলে আসায় স্কুলের শিক্ষিকা নার্গিস সুলতানা প্রভাকে বকা দেয়। সহপাঠীদের সামনে বকা দেওয়ায় অপমান বোধকরে। এর আগেও তাকে শাসন করায় শিক্ষিকার প্রতি ক্ষুদ্ব হয় প্রভা।পরে শিবপুর বাজার থেকে ইদুঁরের ঔষধ কিনে খায় প্রভা। পরে থানায় গিয়ে ডিউটি অফিসারের নিকট কি কারনে ইদুঁরের ঔষধ খেয়েছে তার বর্ননা দেয়। ঘটনাটি শুনে ডিউটি অফিসার তাৎক্ষণিক স্কুলে খবর দেয় এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয় এবং তার অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে রেফার করেন। ঐখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী জানান প্রভা উশৃংখল ও বদমেজাজী ছিল। পরিবারের কাউকে পরোয়া করতো না। নিজের মনমতো চলতো। বাবা বিদেশে থাকায় মায়ের শাসনকে তোয়াক্কা করতো না। এতে মা ও মেয়ের উপর ক্ষুব্ধ থাকতো। তাছারা ইতি পূর্বে ২ বার বিভিন্ন কারনে বিষ পানে আত্ন হত্যার চেষ্টা করেছিলো বলে সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জেনে স্কুল কমিটি সভা ডেকে শিক্ষিকা নার্গিস সুরতানাকে সাময়িক বরখাস্ত করেন বলে জানান স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া বলেন শিক্ষার্থীর বক্তব্যর প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে, সুরতহাল ও ময়না তদন্ত শেষে মৃত প্রভার পরিবারের লোকজন এজাহার দিলে মামলা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category