• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

ঈদের দিনে আমানউল্লাহকে চির বিদাই জানালো পরিবার

admin / ৩৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

নিহত আমানউল্লাহ ( সবার কাছে রমজান নামে পরিচিদ)

নিজস্ব সংবাদদাতা:

ঈদ মানেই আনন্দ।দীর্ঘ একটি বছর অপেক্ষার পর এই দিনটি আসে।মালয়েশিযা প্রবাসী আমানউল্লার পরিবারে মা,বাবা, ভাই বোন সবারই স্বপ্ন ছিল ঈদ আনন্দ উদযাপনের।কিন্তু সেই স্বপ্ন পরিনত হয়েছে তাদের দুর্স্বপ্নে।সড়ক দূর্ঘটনায় তছনছ করে দিয়েছে তাদের ঈদের আনন্দ।ঈদ আনন্দের পরিবর্তে পরিবারে চলছে শোকের মাতম।সড়ক দূর্ঘটনায় নিহত আমানউল্লাহ’র দাফন সম্পন্ন করে চির দিনের জন্য বিদাই দিয়েছে তার পরিবারের সদস্যরা। মা,বাবা, দুই বান ও এক ভাই নিয়ে ছিল তার পরিবার।

জানাগেছে, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজনগর গ্রামের এবাদউল্লাহর ছেলে আমানউল্লাহ পরিবারের অর্থনৈতিক চাকা সচল করার জন্য প্রায় আট বছর আগে মালয়েশিয়া গিয়েছিল।সেখানে তিনি কোম্পানীর চাকরির পাশাপাশি ব্যবসাও করতেন। কিন্তু গত ২৩ জুন শুক্রবার সকালে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি ।গতকাল বুধবার (২৮/৬/২০২৩) শেষ রাতে বিমানের একটি ফ্লাইটে করে আমানউল্লাহ’র লাশ আসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখান থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসে। আজ সকাল ১০ টায় জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category