আরিফুল হাসান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক যানজট মুক্ত রাখার লক্ষে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক, ইটাখোলা হতে গাজীপুর-আজমতপুর সড়ক, মনোহরদী-শিবপুর সড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড চত্ত্বর পরিদর্শন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
তিনি আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টায় ওই গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ইটাখোলা বাসস্ট্যান্ড মোড়টি জনগুরুত্বপূর্ণ।
এখানে তিনটি এলাকার হাজার হাজার গাড়ী এসে অবস্থান নেয়। ফলে এই স্থানে যাতে কোন যানজট সৃষ্টি না হয় সে লক্ষে তিনি উপজেলা প্রশাসন, শিবপুর মডেল থানা পুলিশ ও ইটাখোলা হাইওয়ে পুলিশকে বিভিন্ন দিক দির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত, এসিল্যান্ড শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।