ঈদ আনন্দ
রবিউল হাসান
হৃদয় খোড়ে, খোড়ে
তুলে এনেছি অর্থ।
পানির দামে বিক্রি করে
জীবনের শ্রম।।
একবেলা একমুঠো ভাত
হাতছনি দেয় —
হাতছানি দেয় সন্তানের
সকরুণ মুখ!
তারপরও সব কষ্ট ভুলে
মহাজনের হাতে —-
স্বপ্ন গুলো দেই তুলে!!
উৎসবের আমেজ নির্বাসিত
কিস্তির ফাঁদে!
আনন্দের ঈদ ফ্যাকাসে হয়
নির্ঘুম রাতে।