বশির আহমেদ, বিশেষ প্রতিনিধি:
গতকাল সোমবার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রিয় দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছন তাপসী রাবেয়া।
তিনি আজ মঙ্গলবার (১৩ জুন) শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন গত ৩১ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এর আগে ২৫ ফেব্রুয়ারী নিজ বাসায় তিনি সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ব হয়েছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত্যু বরণ করার কারণে নতুন উপজেলা চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত তাপসী রাবেয়া শিবপুর উপজেলা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।