শিবপুর সংবাদদাতা::
প্রবীণ রাজনীতি বিদ, শিবপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও স্হানীয় বিএনপি, জাতীয় পার্টি, শিবপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় বলা হয়, হারুন অর রশীদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করা হয়। এছাড়াও আত্নার মাগফিরাত কামনা এবং তার শোক সম্তপ্ত পরিবার – পরিজন, আত্বীয় – স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেল ও ২মেয়ে রেখে গেছেন।