আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার.
রাত পোহালেই নির্বাচন।বুধবার ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে শিবপুর উপজেলা আওয়ামীলী।সেই কারণে বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার সমর্থক ভোটাররা পাল্টে দিতে পারে ভোটের সকল হিসাব নিকাশ। নির্বাচনে স্হানীয় আওয়ামীলীগের ভোট ভাগাভাগি হবে। ফলে এর সুফলও পাবেন চেয়ারম্যান প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা, এমনটাও মনে করছেন কেউ কেউ।
জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে শিবপুর উপজেলা আ.লীগের নেতা কর্মীরা। উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় ভাবে অংশ গ্রহণ না করলেও এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামান আসাদ ( মার্কা মোটর সাইবেল) , উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মিনী ফেরদৌসী ইসলাম ( মার্কা কাপ পিরিচ)। অপর দিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচীব আরিফ উল ইসলাম মৃধা ( দোয়াত কলম) । এ ছাড়াও চেয়ারম্যান প্রার্খী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঘাব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এ কে ফজলুল হক সোনামিয়া মাষ্টার ( মার্কা আনারস).
আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদের এক নেতা শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন —– আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা একজন জনপ্রিয় নেতা।তিনি অনেক বছর চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সেই জন্য জনগণের সাথে ওনার একটি সর্ম্পক গড়ে ওঠেছে। পাশাপাশি কালকের নির্বাচনে আ.লীগের দুই জন প্রার্থী রয়েছেন। আ.লীগের ভোট ভাগাভাগি, বিএনপি সমর্থক ভোটার, উপজেলা জাতীয় পার্টির সমর্থন সব মিলিয়ে আমি আশা করি আরিফ উল ইসলাম মৃধাই নির্বাচনে বিজয়ী হবেন। তবে কালো টাকার মাধ্যমে ভোট কেনা সহ কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে তাহলে নির্বাচনের ফলাফল ভিন্নও হতে পারে।
তৃণমূল আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন — নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগ এখন বিভক্ত হয়ে গেছে। এটা আওয়ামীলীগের জন্য ভালো কিছু ভয়ে আনবে না। আওয়ামীল থেকে যে কোন একজন প্রার্থী হওয়া উচিত ছিল।
মাছিমপুর, চক্রধা, সাধারচর, পুটিয়া, দুলালপুর, যশোর, আয়ুবপুর, বাঘাব,জয়নগর, ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ১ শত ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ২ শত ৪ জন।আর মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ৯ শত ৯ জন।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন — নাছিমা সুলতানা, মাহমুদা আক্তার শারমীন, মাহিয়া মনি, সালমা বেগম।
পুরুষ ভাইসচেয়ারম্যান হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন — মো. নজরুল ইসলাম ভুইয়া কায়েস মাষ্টার, ইফতেখার উদ্দিন খান নিপুন, মোশাররফ হোসেন ভুইয়া, আ. কাদির মিয়া মিষ্টার, এম এ ওহাব ভুইয়া, মো. কাজল খান, মো. মুনজুর আলম খান, রফিকুল ইসলাম মিষ্টু, লিমন ভুইয়া।