আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করে নি নির্বাচন কমিশন । তবে নির্বাচনে অংশ গ্রহণ করতে দলীয় প্রার্থী ঠিক করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও জাতীয় পার্টি । অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে কোন প্রার্থী দিবে না উপ নির্বাচনে।দলীয় এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানায় দলীয় সূত্র । ২০১৪ ও ২০১৯ সালের উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা নির্বাচন করলেও এবার তিনি অংশ গ্রহণ করবেন না বলে জানিয়েছে একটি সূত্র। নিজে নির্বাচনে অংশ গ্রহণ না করলেও নিজের পছন্দ মতো যে কোন একজন প্রার্থীকে সর্মথন করে নির্বাচনী মাঠে থাকবেন আরিফ উল ইসণাম মৃধা এমনটিই বলেছেন আরেকটি সূত্র।তবে শেষ পর্যন্ত তিনি কি করেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে জানান জন্য শিকপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।তবে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- উপজেলা নির্বাচনে বিএনপি থেকে দলীয় কোন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেনা এই সিদ্ধান্ত চূড়ান্ত।দলীয় সরকারের অধীনে স্হানীয় নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ হয় না।
উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্র শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানায়– উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করবে আ.লীগ।সেই জন্য প্রস্তুতি চলছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাথার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম মীর শিবপুরের আলো ২৪ ডট কম’!কে বলেন — প্রথমে আমাদের চিন্তা ভাবনা ছিল স্হানীয় নির্বাচনে অংশ গ্রহণ করার।সেই জন্য প্রতিটি স্হানীয় নির্বাচনে প্রার্থী দিয়ে ছিলাম। কিন্তু বরিশালের সিটি নির্বাচনে জালিম সরকারের গুন্ডা বাহিনী যা করেছে তা অত্যান্ত দৃংখজনক। সেই ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগ সরকার প্রমাণ করেছে জাতীয় নির্বাচনে তারা কতটুকু ভংয়কর ও হিংস হবে। তাই দলীয় সরকারের অধীনে স্হানীয় বা জাতীয় কোন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলীয় প্রার্থী দিবে না।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আমরা অংশ গ্রহণ করবো। সেই জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর পাঠান বর্তমানে হজ্ব করার জন্য সৌদি আরব রয়েছে। তিনি আগামী ৫ জুলাই দেশে ফিরবেন।মূলত তিনি আসার পরই দলীয় মনোনীত প্রার্থীর নাম ঠিক করা হবে।
উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ থান গুলিবিদ্ধ হওয়ার ৯৪ দিন পর গত ৩১ মে মৃত্যুবরণ করেন।