নিজস্ব সংবাদদাতা:
সাহিত্য নিয়ে কাজ করা সংগঠন বিদ্যা বাড়ি’র পক্ষ থেকে ‘ একক গ্রন্থ লেখক সংবর্ধনা ‘ দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। তবে এর তারিখ এখনো ঠিক করা হয়নি।
বিদ্যা বাড়ি’র প্রতিষ্ঠাতা ও শিবপুরের আলো ২৪ ডট কম ‘র বিশেষ প্রতিনিধি বেলাল আহমেদ বলেন — নরসিংদী হেলাস্থিত অদ্যবদি পর্যন্ত যে সকল কবি, লেখক, উপন্যাসিক, প্রাবন্ধিক আছেন এবং যাদের একক প্রকাশিত ‘গ্রন্থ ‘ আছে তাদের এক কপি বিদ্যা বাড়ি সংগঠনের জন্য ক্রয় করা হবে।পরে উক্ত বইহোল্ডারদের নিয়ে ‘একক গ্রন্থ লেখক সংবর্ধনা ‘দেওয়া হবে।