আবুল হারিস রিকাবদার
ছোট-বড় সবার কাছে একজন আর্দশবান রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অত্যান্ত সুন্দর ভাবে সফল হয়েছেন আলহাজ্ব আবুল হারিস রিকাবদার। তবে স্বচ্ছ ও পরিছন্ন রাজনৈতিক নেতা আবুল হারিস রিকাবদার শিবপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে কালা মিয়া স্যার নামেই বেশি পরিচিত।তিনি বর্তমানে শিবপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
জানাগেছে, বিএনপির সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ডান হাত হিসেবে পরিচিত ব্যক্তির নাম হচ্ছে কালা মিয়া।আব্দুল মান্নান ভূঁইয়ার রাজনৈতিক জীবন যেমন ভেজাল মুক্ত ছিল তেমনি কালা মিয়ার রাজনৈতিক জীবন ও ভেজাল মুক্ত বলে মনে করেন শিবপুরের বিএনপি ও অন্যান্য দলের অনেক নেতা কর্মীরা। উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্ম গ্রহণ করা কালা মিয়া একজন আর্দশবান রাজনৈতিক নেতা যার সুফল ভোগ করছে শিবপুর বাসী এমনটাই মনে করেন স্হানীয় বিএনপির নেতারা।