শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম ‘র হাত থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহন করছেন অসহায় পরিবারের একজন সদস্য.
আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার.
নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম বলেছেন —– কিশোর গ্যাং ও মাদক মুক্ত সহ সকল অপকর্মের অবসান ঘটিয়ে একটি আধুনিক শিবপুর উপহার দিতে চাই। আর এ জন্য উপজেলার সবল স্তরের মানুষের সহযোগিতা চাই আমরা। প্রশাসনের উপর নির্ভর করে থাকলে উপজেলাকে মাদক, কিশোর গ্যাং সহ চোরাকারবারি বন্ধ করা যাবে না। যারাই এসব কাজের সাথে জড়িত তারা সবাই আমাদের ভাই,ছেলে, বন্ধু বা আত্নীয় স্বজন। তাই কিশোর গ্যাং ও মাদকের সাথে যারা জড়িত তাদের কে আপনারা প্রশয় দিবেন না। যেখানে এসব কাজ কর্ম হয় সেখানেই প্রতিরোধ করুন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নেতা, চেয়ারম্যান – মেম্বার, পুলিশ ও উপজেলা প্রশাসনের সম্মিলিত সহযোগিতায় শিবপুরকে কিশোর গ্যাং ও মাদক মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে চাই আমরা।
তিনি শনিবার (১৫ জুন) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীব’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
উপজেলার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিন্ম আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি। প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।