• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

একুশে ফেব্রুয়ারী  — রচনায় আনোয়ার

admin / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

একুশে ফেব্রুয়ারী

রচনায় আনোয়ার

 

একুশই ভাষার সুচনা
একুশই ভাষার প্রেরণা ।
একুশ না এলে মোরা
বাংলা ভাষা পেতাম না ।

একুশ মানে আন্দোলনের ডাক
একুশই স্বাধীনতা ।
একুশ হলো স্মরনীয় দিন
একুশ হ্নদয়ে গাঁথা ।

একুশ না এলে
মোরা স্বাধীন হতাম না
মায়ের ভাষায় কথা বলা
মোদের চলত না ।

বাংলা ভাষা মায়ের ভাষা
জানল বিশ্ববাসী ।
তাই ভাষাকে স্বীকৃতি দিল
বিশ্ব জাতি সংঘ ।

একুশেতে শহীদ যারা
তাঁরা মাথার তাঁজ ।
ওদের কাছে ঋনী মোরা
থাকব চিরকাল ।

একুশেতে শহীদ যারা
স্মরন করি তাঁদের ।
ওদের জন্য করব দোওয়া
আমরা আছি যারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category