নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল আগামী উপজেলা আ’লীগের কাউন্সিলে উপজেলা আ’লীগের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতির পদটি নিজের দখলে নিতে সু- কৌশলে এগিয়ে যাচ্ছেন তিনি। আর এমনটাই মনে করছেন শিবপুরের আ’লীগের তৃনমূল নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,দুই যুগ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন, জেলা আ’লীগের সহ- সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহনের সাথে সামসুল আলম ভূঁইয়া রাখিলের চলছে দ্বন্দ্ব।
উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী সকালের আলোকে বলেন -বর্তমান সময়ে শিবপুরের সবচেয়ে বেশি ক্ষমতাবান নেতা সামসুল আলম ভূঁইয়া রাখিল ছাএ জীবন থেকেই ছাএলীগের সাথে জড়িত ছিলেন।ইতিমধ্যে তিনি উপজেলা সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।তাই আগামী কাউন্সিলে তিনি সভাপতির পদে প্রতিদ্বন্দ্বী করবেন।চলতি বছরের শেষ দিকে উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে।