প্রায় র্দীঘ দুই যুগ ধরে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুর আসন থেকে সংসদ সদস্য হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন তা আর পূরণ হবে না। গতকাল মঙ্গলবার জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে ৬১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বিএনপির যুগ্ন মহাসচীব ও জেলা বিএনপির সাবেক সভাপতি ডাকসুর ভিপি খাইরুল কবির খোকনকে আহবায়ক ও শিবপুর আসনে গত সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী মনজুর এলাহীকে সদস্য সচীবের দায়িত্ব দেওয়ায় এমনটা মনে করছেন শিবপুরের তৃনমূল বিএনপির নেতাকর্মীরা।
আব্দুল মান্নান ভূঁইয়া ও বিএনপি সর্মথক কয়েকজন নেতাকর্মী সকালের আলোকে বলেন – তোফাজ্জল হোসেন মাস্টার একজন ভালো মানুষ।তাতে কারো কোন সন্দেহ নাই। কিন্তু এমপি হওয়ার স্বপ্ন দেখে মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তিনি যা করেছেন তা শিবপুরের মানুষ কখনো ভুলতে পারবে না।