“এরানি পালমা আর্ট এন্ড লিটারেচার একাডেমি” হাঙ্গেরি থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখার স্বিকৃতি স্বরূপ আজ ১৪-৯-২০২৩ ইং তারিখ সম্মান সুচক সদস্য পদে অভিষিক্ত হলুম।আলহামদুলিল্লাহ আমার এ সম্মান গোটা বাংলাদেশ ও বাঙালি জাতির সম্মান। মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শোকরিয়া যে,আমার সর্বোচ্চ মেধা ও আন্তরিক প্রচেষ্টায় কাব্যিক ভাবধারায় লেখাগুলো সমগ্র বিশ্বে সমাদৃত হচ্ছে ইনশাআল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লেখার গুণগত মান বজায় রেখে লেখনীর মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি। আমিন।
“Erani Palma Art And Literature Academy” in recognition of special contribution to literature from Hungary. I am grateful to Almighty Allah that my writings in poetic style with my highest talent and sincere efforts are being appreciated all over the world, Inshallah. Everyone will pray for me that I can devote myself to the welfare of people through writing while maintaining the quality of my writing. Amen.