১৯৭১ এর সাতই মার্চ
শুনছি শেখের ভাষণ ।
ভুলিতে পারি না আজও
করে তাঁকে স্মরণ ।
সাতই মার্চের ঐতিহাসিক স্থান
রেসকোর্স যার নাম।
কানায় কানায় পূর্ণ ছিলো
এই ঐতিহাসিক ময়দান ।
আবাল বৃদ্ধ সবাই আসছে
মুজিব দিবেন ভাষণ ।
স্বাধীনতার ঘোষণা দিবেন
অপেক্ষায় ছিলো মন ।
জাতির নেতা মুজিব যখন
করলো কথা শুরু ।
আমজনতা শ্লোগান দিলো
তুমি ই মোদের গুরু ।
সঠিক নেতা মুজিব তখন
আল্লাহকে করলো স্মরন ।
কারো কথা কান দিলো না
করলো শুরু ভাষণ।
ভাইয়েরা আমার আমি তোমার
ভয় করো না পাছে ।
এ দেশকে মুক্ত করবো
আল্লাহ সাথে আছে।
যার যা আছে তৈয়ার থেকো
শক্র মোদের ঘরে ।
পাড়ায় মহল্লায় দুর্গ বানাও
স্বাধীনতার তরে ।
রক্ত দিয়েছি রক্ত আরও দিবো
জাগো বাঙ্গালী জাগো ।
কথার সুযোগ না পাই যদি
আমার কথা হৃদয় পটে আঁকো ।
বীর বাঙ্গালী বুঝে গেলো
করতে হবে যুদ্ধ ।
এদেশকে রক্ষা করতে
আমজনতা পরিকল্পনা বদ্ধ।
কি যে ভাষণ দিলো সেদিন
চমক লাগলো মনে ।
বাংলার মানুষ পাগল হলো
তাঁরই কথা শোনে ।
সাতই মার্চের মুল মন্ত্র
সোনার চেয়ে খাঁটি ।
ঐতিহাসিক ভাষণের গুনে
রক্ষা পেলো বাংলা মায়ের মাটি ।
মরেও মুজিব অমর আছে
আছেন সবার মাঝে ।
বিশ্ব জুড়ে তাঁরই নাম
লেখা ইতিহাসে।