“বিদ্যাবাড়ি”র উদ্যোগে কবি,ছড়াকার ও বিদ্যাবাড়ির পৃষ্ঠপোষক ফজলুল হক মিলনের বর্নাঢ্য জীবনের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবদীস্থ Cap10 Lounge, আজ বাদ মাগরিব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যাবাড়ির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শেখ সাদী, সভাপতি মোস্তফা আজিজুল করিম, বিশেষ অতিথি বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ শাহ ফকির, সাবেক মাধবদী পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, অধ্যাপক লুৎফর রহমান, মাধবদী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবুল হাসনাত মাসুম, রোটারিয়ান আব্দুল হামিদ মোল্লা, সাংবাদিক হুমায়ুন কবীরসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বেলাল আহমেদ, সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন, মোঃ নুরুল হক,জেনারেল সেক্রেটারি মারুফ হোসেন, এম শরীফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আমিন চৌধুরী, মানব কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বিদ্যাবাড়ির অন্যান্য সদস্য। অনুষ্ঠানে বক্তারা ফজলুল হক মিলনের লেখালেখি,সাংবাদিকতা ও শিক্ষকতার বিভিন্ন ভুমিকা তুলে ধরেন। তার বৈচিত্র্যময় জীবনের সাফল্যের গুণকীর্তন করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নিজস্ব সংবাদদাতা