:::নিজস্ব সংবাদদাতা::::
সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করল প্রবীণ সাংবাদিক, কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচানকে। তিনি শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন দুইবারের সভাপতি ছিলেন। এছাড়াও দৈনিক ভোরের ডাকের শিবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংস্কৃতিমনা ব্যক্তিত্ব নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. কবির হোসেন, সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার। ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাবেক কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হায়দার, শিবপুর স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন, সাহিত্যের সন্ধানে নরসিংদী সদর উপজেলা কমিটির সদস্য কবি রেদুয়ান প্রমুখ।
উল্লেখ্য যে, ইতিমধ্যে নূরুল ইসলাম নূরচানের পাঁচটি গল্প, উপন্যাস ও কবিতার বই প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য “কবি খান মোহাম্মদ মঈনউদ্দীন সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কবি সংসদ সাহিত্য পুরস্কার-২০১০” এবং “বিদ্যাবাড়ি অ্যাওয়ার্ড ২০২৪” অর্জন করেছেন।
#