আলো রিপোর্ট:
নরসিংদী শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব কারাবন্দী আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা জামিনে মুক্তি পেলে তার ভক্তরা জেল গেইডের সামনে থেকে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় আগুন দিয়ে পোড়ানো মামলায় তাকে আজ বুধবার দুপুরে কোর্টে হাজির করলে শুনানীর পর
নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, গত ২৫ ফেব্রুয়ারী সকালে নিজ বাসায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুর অর রশীদ খাঁনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যাচেষ্ঠা করে। তারপর চেয়ারম্যানের ছেলে বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টা ঘটনায় দুষ্কৃতিকারীদের সহযোগিতা করার অভিযোগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নামে মামলা দায়ের করা হয় মতিঝিল থানায়। পাশাপাশি এই ঘটনার সাথে বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ছোট ভাই জুনু জড়িত থাকতে পারে এমন খবর ও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাই দায়ের করা মামলাকে দুর্বল করে আসামীদের বাচানোর জন্য গত ১৪ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলা আ’লীগের অস্থায়ী ও বর্তমান এমপির ব্যক্তিগত কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।পরের দিন ১৫ মার্চ সন্ধায় জনপ্রিয় নেতা আরিফুল ইসলাম মৃধাকে আটক করে থানা পুলিশ এবং রাতে আরিফ মৃধাকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে পৌরসভার আশ্রাবপুর গ্রামের মো: সেলিম ভূঁইয়া। আরিফ মৃধাকে ১৬ মার্চ নরসিংদী কোর্টে হাজির করার পূর্বে আইনজীবীর মৃত্যু হলে কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। তারপর ১৯ মার্চ আরিফ মৃধাকে পুনরায় কোর্টে হাজির করলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমিন্ড আবেদন করা হয়।শুনানীর পর আদালত রিমান্ড রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আরিফ মৃধা।