• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দলীয় সিদ্ধান্তের কারণেই মান্নান ভুঁইয়ার বিরুদ্ধে আমাকে নির্বাচন করতে হয়েছিল — তোফাজ্জল হোসেন রায়পুরায় টেঁটাযুদ্ধে আমিন ও বাশার নামে দুই জন নিহত রায়পুরায় গৃহবধূ ধর্ষণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়া গ্রেফতার শিবপুর উপজেলা ইমাম পরিষদের নতুন কমিটি গঠন চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করাই হবে আমাদের প্রথম কাজ — সরোয়ার তুষার শিবপুরে নব যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ শিবপুরে নয় ইউপি চেয়ারম্যানের মধ্যে চারজনই জেল ও আত্বগোপনে পলাশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শিবপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন

কী আছে আওয়ামীলীগের দুই নেতার ভাগ্যে

admin / ৩৯৮ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

রাজনৈতিক প্রতিবেদক:

সাম্প্রতিক কালের কয়েকটি ঘটনা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খা্নের পক্ষ নেওয়ায় নরসিংদীর শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ও সাবেক সংসদ সদস্য (স্বতন্ব. আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ভাগ্যে কি ঘটবে এটাই এখন আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা ।স্থানীয় বিএনপি ও মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার আর্দশ ধারণ করে প্রতিষ্ঠা করা আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সর্মথনে এরা দু’জনই সংসদ সদস্য নির্বাচত হয়েছিলেন।

জানাগেছে, গত ২৫ ফেব্রুয়ারী উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি সহ দুই এমপির ফোনালাপ ফাস হওয়ায় উপজেলা আওয়ামীলীগের নিকট প্রভাবশালী এই দুই ব্যবসায়ীর অবস্থা এখন নড়বড়ে।উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ খাঁনকে হত্যা চেষ্টা ঘটনায় বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার হাত থাকতে পারে এমন অভিযোগের আঙ্গুল উঠলে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও হারুন খানের সর্মথকরা সিরাজুল ইসলাম মোল্লাকে কাছে টেনে নিতে শুরু করে ।যা গত ২১ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোল চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খানকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভাই তা প্রমান করে ।কিন্তু গত সপ্তাহে নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের কার্যকারী কমিটির সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ফোনালাপ ফাঁস হলে আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ।

অপরদিকে এই দুই নেতার সাথে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সর্ম্পকে ধরে ফাটল।যার ফলে গতকাল শনিবার (৮/৪/২০২৩) উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যােগে আয়োজিত শান্তি সমাবেশে দুই নেতার কাউকে দেখা যায়নি বলে জানান দলীয় একটি সূত্র।

সন্ত্রাসীদের ধারা নিজ বাসায় গুলিবিদ্ধ হওয়া আওয়ামীলীগের সাবেক নেতা হারুন অর রশিদ খাঁন তার পরিবারের সদস্যদের নিয়ে গত ৩০ মার্চ দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।গণভবনে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খুৃলে বলেন নিজের সব দুংখ কষ্টের কথা।বঙ্গবন্ধুর সহচর শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রবিউল আওয়ার কিরণ খাঁনের আপন ছোট ভাই হারুন খানের সব কথা শুনে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের ব্যবস্থা করবেন বলে তাকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই আগামী সংসদ নির্বাচনের আগে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় যদি জহিরুল হক ভূঁইয়া মোহন বা সিরাজুল ইসলাম মোল্লার সম্পৃক্ততার প্রমান পাওয়া যায় তাহলে কপাল পুড়তে পারে তাদের এমনটাই মনে করছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে শিবপুরে আলো ২৪ ডট কম’কে বলেন — উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন আমাদের অভিভাবক ছিলেন এবং এখনো আছেন। সিরাজুল ইসলাম মোল্লা ও জহিরুল হক ভূঁইয়া মোহন ষড়যন্ত্র করে হারুন অর রশীদ খাঁনকে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটিকে বাধ্য করেছে , দুই এমপির ফোনালাপ ফাঁসের পর এটা দিনের মতো পরিষ্কার হয়েগেছে।হারুন অর রশীদ খাঁন মাঠে ছিলেন তাই মোহন সাহেব ২০১৮ সালের সংসদ নির্বাচনে এমপি হতে পেরেছিলেন।নির্বাচনের আগে হারুন খাঁন সর্মথন করায় জহিরুল হক ভূঁইয়া মোহন আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হতে পেরেছিলেন। অথচ মামু মামু বলে দাবী করে হারুন খানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের সাথে তিনিও জড়িত ছিলেন এটা এখন সবার কাছে পরিষ্কার।২৫ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা হারুন অর রশীদ খাঁনকে মেরে যারা শিবপুরে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়ে ছিল তাদের বিচার অবশ্যই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তৃনমূল নেতাকর্মীদের দাবীর পরিপ্রেক্ষিতে হারুন অর রশীদ খাঁনকে পুনরায় উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে বহাল করতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।রাতের আধাঁরে উপজেলা আওয়ামীলীগে অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়ে যারা নাটক সাজিয়ে ছিলেন তাদের মুখোশও উন্মোচন হবে বলে তিনি মনে করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category