জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম নরসিংদীর শিবপুর আসনে ১৩ জন প্রার্থী আ’লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন এবং ফরম জমাও দিয়েছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী রয়েছেন। এবার কেন এত প্রার্থী? এই প্রশ্নের উওর খুঁজে বের করার চেষ্টা করেছেন শিবপুরের আলো ২৪ ডট কম’র স্টাফ রিপোর্টার আবুনাঈমরিপন .
নরসিংদী জেলার শিবপুর উপজেলা বিভিন্ন কারণে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবেই সবার কাছে পরিচিত। ১৯৬৯ সালের গণ- অভ্যূত্থানের মহা নায়ক শহীদ আসাদুজ্জামান আসাদ, বাংলাদোশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী সাবেক সংসদ সদস্য শহীদ রবিউল আউয়াল খাঁন কিরন, বিএনপি’র সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূইয়ার জন্ম শিবপুরে। গুরুত্বপূর্ণ এই উপজেলায় দীর্ঘ ২৫ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন।তিনি শহীদ রবিউল আউয়াল খাঁন কিরনের ছোট ভাই। গত ২০২০ সালের ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি ও চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। ৯৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হারুনুর রশীদ খাঁন। তারপর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে শিবপুর উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও উন্মক্ত রাজনৈতিক মাঠ, ‘ যতোপারো প্রার্থী হও ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এমন ঘোষণা ও সংসদ নির্বাচনের পরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখেই মূলত শিবপুর আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে প্রার্থীর হিড়িক পড়েছে বলে মনে করেন আওয়ামীলীগের স্হানীয় নেতাকর্মীরা।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব জহিরুল হক ভুঁইয়া মোহন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক এমপি প্রয়াত রবিউল আওয়াল খাঁন কিরণের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহসিনা জান্নাত রিমি, আওয়ামীলীগ নেতা মাসুদ হায়দার, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির সাহিদ, আওয়ামীলীগ নেতা বশিরুল ইসলাম, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান ফটিক মাষ্টারের ছেলে শাহীন হায়দার পিয়াস, উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি শিরিয়া বেগম.
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া শিবপুুরের আলো ২৪ ডট কম’কে বলেন –— দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। তবে সংসদ নির্বাচনের মনোনয়ন চাওয়ার আগে চিন্তা ভাবনা করে চাওয়া টাই ভালো।