আলো রিপোট:
বর্তমান ও সাবেক সংসদ সদস্যের মধ্যে দ্বন্দ্বের কারণে শান্ত শিবপুর হয়ে উঠেছে অশান্ত।উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে গুলি করে হত্যা চেষ্টার রেশ কাটতে না কাটতেই উপজে্লা আ’লীগের অস্থায়ী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।দুটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শিবপুর থানায়।দীর্ঘ সসয় ধরে রাজনীতি থেকে নিষ্কিয় থাকার পরও আ’লীগের কার্যালয় পুড়ানোর দায়ে মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচীব আরিফ উল ইসলাম মৃধা কে গ্রেফতার করে থানা পুলিশ।।গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে উপজেলার সর্বত্র। দায়েরকৃত দুটি মামলায় অজ্ঞাত নামাদের আসামী করায় শিবপুরের রাজনৈতিক নেতারা গ্রেফতার আতংকে ভুগছেন বলে জানাগেছে। যে কোন সময় যে কাউকে ষড়যন্র্ মূলক মিথ্যা মামলায় আটক বা গ্রেফতার করতে পারে পুলিশ এমনটাই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।
নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন নেতা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – শিবপুরের রাজনীতি ছিল ঠান্ডা।স্থানীয় আ’লীগ ও বিএনপি নেতাদের মধ্যে সর্ম্পক ছিল অনেক ভালো।কিন্ত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।যার বহি:প্রকাশ সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে।বর্তমানে শিবপুরে যেই অবস্থা তাতে কোন নেতাই শান্তিতে নেই।কারণ কোন সময় কোন নেতাকে গ্রেফতার বা আটক করে মামলায় ডুকিয়ে দিবে তা কারোই জানা নেই।আমরার এই পরিস্থিতির অবসান চাই।