আলো রিপোর্ট:
সদ্য বাতিল করা নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা বলেছেন — গত মঙ্গল রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম।বুধবার সকালে সজাগ হয়ে শুনি আমার দলীয় পদ নাই।কমিটির সদস্য সচীব থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমার বড় ভাই শফিকুল ইসলাম মৃধাকে নতুন আহবায়ক কমিটির আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে । এটা করে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মন্জুর এলাহী আমার শান্তি প্রিয় পরিবারে বিবেদ সৃষ্টি করেছে।
আজ শনিবার (১৫/৪/২০২৩) শিবপুরের আলো ২৪ ডট কম ‘ এর সাথে সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি আরো বলেন– নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মনজুর এলাহী শিবপুরের জন্য একজন ভাড়াটিয়া নেতা।শিবপুরে বিএনপির জন্য নয় নিজের ক্ষমতাকে পাকাপোক্তা করার জন্যই তিনি আমাকে কমিটি থেকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো লোক দিয়ে নবগঠিত শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করেছেন।আমি ১৯৯৬ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত হই।আমি দীর্ঘ ২৬ বছর যাবত বিএনপির সাথে রাজনীতি করতেছি।আমি শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচীবের দায়িত্ব পালন করেছিলাম। অথচ আমাকে কোন কিছু না বলে রাতের আধাঁরে আহবায়ক কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেছে।আমি তৃনমূল কর্মীদের নিয়ে রাজনীতি করি।আমাকে যদি ওনার ভালো না লাগে ভালো কথা।আমি যেহেতু সদস্য সচীবের দায়িত্বে ছিলাম তাই আমাকে বিষয়টি জানিয়ে করলে ভালো হতো।