আলো রিপোর্ট::
সন্ত্রাসীদের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খান ভারত থেকে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ভারতের যান তিনি।গত ১৫ এপ্রিল অপারেশন করার পর বর্তমানে তিনি সুস্থ আছেন। ভারতের হাসপাতাল থেকে রিলিজ পেয়ে ডাক্তারের পরামর্শে আজ মঙ্গলবার ( ২ মে) বিমানের একটি ফ্লাইটে ঢাকার শা্হ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত সাড়ে নয়টায় অবতরণ করেন তিনি। বিমান বন্দরে এ সময় শিবপুর উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রিয় নেতাকে। পরে নেতাকর্মীদের সাথে করে উপজেলার চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামের নিজ বাড়ীতে আসার জন্য রওনা দিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী সকালে সন্ত্রাসীরা শিবপুর থানার পূর্ব পাশের নিজ বাসায় উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খাঁনকে গুলি করে আহত করে।তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি। কিছুটা সুস্থ হলে গত ২১ মার্চ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ী ফিরে আসেন তিনি।ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতে যান তিনি।