• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

চিঠিপএ বিভাগঃ শিবপুরের বানিয়াদী গোল চত্বরের পাশের গর্ত ভরাটে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

admin / ১৪৯ Time View
Update : শনিবার, ২১ মে, ২০২২

এ কোন সিলেটের বন্যা কবলিত স্থান বা এলাকা নয়।
এ আমাদের শিবপুর পৌরসভাধীন বানিয়াদী গোল চত্বর ৷
আর এ জলাবদ্ধতা আজ নতুন কিছু নয়। প্রায় কয়েক বছরের পুরোনো ৷এ ডিসি রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও বিভিন্ন যান চলাচল করে থাকে ৷
সামান্য একটু বৃষ্টি হলেই হাটু সমান গর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় ৷যা পথচারি ও যানবাহন চলাচলে দূর্ভোগ চরমে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ডিসি রোড দিয়ে প্রায়ই এমপি, মন্ত্রী ও বিভিন্ন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাগণ যাতায়াত করলে ও আজো পর্যন্ত এ দূরাবস্থার কোন প্রকার সমাধান হয়নি।তাই জনগণের কথা চিন্তা করে সরকারী দায়িত্বে থাকা উর্ধ্বতন কতৃপক্ষ এ স্থানটুকু ভরাট করে পুনর্নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি ৷
——————–
মজিবুর রহমান
মানবাধিকার সোসাইটি -জাপমাস
Human_Rights


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category