মাহাবুব খান:
প্রত্যেকটি উপজেলায় কদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছে।জেঁকে বসেছে শীত।কষ্ট করছে নিম্ন আয়ের মানুষগুলো।জীবিকার সন্ধানে যারা তীব্র শীতকে উপেক্ষা রাস্তায় নেমে কাজ করছেন তাদের মধ্যে চালক গোষ্ঠীদের সমস্যাটাই বেশি।এদের কথা চিন্তা করেই একটু উষ্ণতা ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে অটো, রিকশা, নসিমন, সিএনজি ও ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।