ছাব্বিশ এলে
আসাদ সরকার
মায়ের কাছে শুনেছিলাম
যুদ্ধের ইতিহাস,
সোনার দেশটি স্বাধীন করে
পুরলো অভিলাষ।
দেশের তরে লক্ষ শহীদ
দিয়ে ছিলো প্রাণ,
মাটির সাথে মিশে আছে
ভাইয়ের রক্তের ঘ্রাণ।
ছাব্বিশ এলে মনে পড়ে
স্বাধীনতার গান,
জীবন দিয়ে রাখতে হবে
বাংলা মায়ের মান।