আলো রিপোর্ট::
উন্নত চিকিৎসার জন্য ভারতে চিকিৎসাধীন থাকায় নরসিংদী শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের অনুপস্থিতিতেই এবার সাবেক সংসদ সদস্য, বড় ভাই মরহুম রবিউল আউয়াল খাঁনের ( কিরণ) ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচী।কর্মসূচীর মধ্যে ছিল সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মাহফিল।
আজ শুক্রবার( ২৮ এপ্রিল) চক্রধা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাড়িতে স্হানীয় নেতাকর্মী, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সমাধীস্থলে ফুলের তোড়া অর্পণের পর আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিলের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী পীরজাদা মোহাম্মদ আলী, সহ-সভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
মোহনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুর পৌরসভা তাঁতী লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু নেতৃত্বে
শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মৃধা, মোহাম্মদ আলী, সোহাগ শেখ ও ইয়াছিন মোল্লা প্রমুখ।
ইউপি চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন:
বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরা হলেন উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেল আহমেদ ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।
আলোচনা সভা শেষে শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর রুহের মাগফেরাত কামনা এবং গত ২৫ ফেব্রুয়ারী সন্ত্রাসীদের গুলিতে আহত চিকিৎসাধীন কিরণ খানের ছোট ভাই উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য য়ে, ১৯৮৬ সালের ২৮ এপ্রিল উপজেলার যোশর ইউনিয়নের লেটাবর বাজার থেকে নির্বাচনী প্রচারণা সভা শেষে শিবপুর ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খড়কমারা সিএন্ডবি ব্রীজ সংলগ্ন স্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।