• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে — অধ্যাপক আশরাফ আলী আকন

admin / ৩৪০ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আলো রিপোর্ট:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন —বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।ভারতের সমর্খন নিয়ে আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় আসতে চায়।কিন্তু বাংলাদেশের মানুষ তা কিছুতের হতে দিবে না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচনের দিন প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের এজেন্ট থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জাতীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে হবে। তিনি বিরোধী দলের উদ্দ্যােশে বলেন —- আপনারা আমেরিকার সমর্থন নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা কইরেন না। আমেরিকার ইতিহাস অবশ্যই আপনাদের জানা আছে।আমেরিকার কারণেই কিন্তু আফগানিস্তান সহ অনেক দেশ ধ্বংস হয়েছে।

তিনি শনিবার (১৯/৮/২০২৩) বিকালে শিবপুর কলেজ গেইড শহীদ মিনারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার উদ্যােগে জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম মীরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুব আন্দোলনের সহ সভাপতি আবুল হাসান , যুব আন্দোলনের সাবেক সহ সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, আউলাদ হোসেন খান, উপজেলা ইশা আন্দোলনের শিল্প ও সাহিত্য সম্পাদক এ কে এম মাসুম মিয়াজী, বাঘাব ইউনিয়ন আন্দোলনের সভাপতি ডাক্তার শহীদুল্লাহ, উপজেলা ইশা আন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মো: ওমর ফারুক সুমন, ইসলামী আন্দোলন শিবপুর উপজেলা শাখার সহ সভাপতি নইম উদ্দীন সরকার সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category