জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌ প্রশাসক জিনিয়া জিন্নাত.
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষে রবিবার(১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল ছগীর,বীর মুক্তিযোদ্ধা মো.বেলায়েত হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীরসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।