বশির আহমেদ:
লেখক,কবি ও সাহিত্যিক নূরুদ্দীন দরজী বলেছেন— আমার জীবনের বাকি সময়টুকু লেখালেখির মধ্য দিয়ে শেষ করতে চাই।ছোট বেলা থেকেই লে্খালেখির প্রতি আগ্রহ ছিল আমার।এমন কি বড় হয়ে একজন আর্দশবান লেখক ও সাহিত্যিক হওয়ার স্বপ্নও দেখতাম।আল্লাহ পাকের অশেষ রহমতে আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে।তিনি আজ শনিবার শিবপুরের আলো ২৪ ডট কম এর সাথে সাক্ষাৎকারে এ কথা বলেন।
লেখক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক নূরুদ্দীন দরজী নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁত্ত গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।মৃত চান মিয়ার ৩ ছেলে ২ মেয়ের মধ্যে তিনি ৫ম। ১৯৫৬ সালের ১২ জানুয়ারী জন্ম গ্রহণ করেন তিনি।
দেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র সহ বিভিন্ন অনলাইন পোস্টালে নিয়মিত কবিতা,প্রবন্ধ সহ বিভিন্ন লেখা প্রকাশিত হচ্ছে তার। এ ছাড়াও তিনি সাবেক উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রিসোর্স পার্সন,নরসিংদী জহুর বণিক গ্রন্থাগারের উপদেষ্টা, শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। ধর্মীয়, সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সব সময় জড়িত থাকার চেষ্টা করেন তিনি। বিশেষ করে লেখালেখির সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি।ইতিমধ্যে তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে।এর মধ্যে রয়েছে আমার বাড়ি দত্তেরগাঁও (দত্তেরগাঁও গ্রামের ইতিহাস ও ঐতিহ্য),গল্প জীবনের কথা বলে (গল্প), বাংলাদেশের হৃদয় হতে (কাব্যগ্রন্থ), অভিযোগ সত্য নয় (নাটক)। এছাড়াও আগামী একুশে বইমেলায় আরো দুইটি বই পাওয়া যাবে।