বেলাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীস্থ আমারা গার্ডেনে জেলা কবি সংসদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে আজ শুক্রবার রাতে।
আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশবিদ প্রফেসর ড. শেখ আবুল হোসেন হানিফ,সিনিয়র সহ- সভাপতি, জেলা কবি সংসদ,সহ- সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক বেলাল আহমেদ,সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা, সাহিত্য সম্পাদক শাওন আহমেদ সাদ, সবুজ পরিবেশ আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার,
সিক্স ডায়মন্ড এর পরিচালক সামসুজ্জামান , বি,এল,আইডিয়াল স্কুলের পরিচালক আবুল কাশেম , কুড়েরপাড় মডেল স্কুলের পরিচালক আমিনুল ইসলাম অপি , পাথরপাড়া নতুন কুড়ি স্কুলের পরিচালক মুকুল মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন সাহিত্য সমাজের আয়না।পরিকল্পিতভাবে কাজ করার মাধ্যমে সমাজের বিভিন্ন দিকগুলো ফুটিয়ে তোলে সমাজ পরিবর্তনে অগ্রগামী ভূমিকা রাখবে জেলা কবি সংসদ।চিন্তার জগতকে প্রসারিত ও সুস্থ মানসিকতা গঠনের লক্ষ্যে কবিতা বা সাহিত্য চর্চার বিকল্প নেই।সকলে উক্ত সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।