• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

জেলা পুলিশের উদ্দ্যােগে শিবপুরে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

admin / ১২৩ Time View
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩

মো:আসাদুজ্জামান আসাদ:

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশের উদ্যোগে গরুর খামারিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারের সভাপতিত্বে গরু খামারিদের সামনে বিভিন্ন সতর্ক ও সচেতনতামূলক বক্তব্য দেন সভার প্রধান অতিথি নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মেছবাহ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আল শামীম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম প্রমুখ। এসম আরো পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যান, সদস্যগণ, সাংবাদিক, খামার মালিকরা উপস্থিত ছিলেন।

গরু চুরি রোধে খামারে সিসি টিভি ক্যামেরা স্থাপন, পাহারাদার নিযুক্ত করা এবং খামারিদের নিরাপত্তার জন্য বিট পুলিশ, কন্ট্রোল রুম, অথবা ৯৯৯ যেকোনো মুহূর্তে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঈদকে ঘিরে চুরি বন্ধে নানা পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধি করার কথা জনানো হয়।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন খামারি বলেন, খামার থেকে অভিনব কায়দায় চোরেরা গরু চুরি করে নিয়ে রায়। সেজন্য তারা পুলিশের কাছে খামার এলাকায় পুলিশের টহল আরও জোরদার করা এবং রাতে গরু-মহিষ বোঝাই ট্রাক, পিকআপ ভ্যানে ক্রেতা-বিক্রেতা নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি করার আবেদন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category