পুরুষ্কার গ্রহণ করছেন ওসি মো: ফিরোজ তালুকদার.
নিজস্ব সংবাদদাতা:
ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ( প্রথম স্হান অধিকারী) অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরুষ্কার গ্রহণ করেছেন নরসিংদীর শিবপুর মডেল থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার।
আজ ২৭ মে শনিবার সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ ঢাকার কার্যালয়ে পুলিশের উধ্বতন কর্মকর্তার হাত থেকে তিনি এ পুরুষ্কার গ্রহণ করেন।
জানাগেছে, বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ ‘র স্বাক্ষরিত পত্রে ( যার স্মারক নং ৬৩৮২ (০৫)/১/অপরাধ) গত ২৪ মে জানানো হয় যে,
০২৩ সালের মার্চ মাসের জন্য বিভিন্ন সাফল্যের উপর ভিত্তি করে ঢাকা রেঞ্জের সকল অফিসার্স ইনচার্জ থেকে শিবপুর মডেল থানার ওসি মো: ফিরোজ তালুকদারকে প্রথম স্হান অধিকারী হিসেবে ঘোষণা করে। ২৭ মে ঢাকার কার্যালয়ে উপস্থিত হয়ে পুরুষ্কার গ্রহণ করার জন্য বলা হয়।সেই মোতাবেক তিনি আজ উপস্থিত হয়ে নিজ হাতে পুরুষ্কার গ্রহণ করেন।
উল্লেখ্য যে, ০২২ সালের ২৪ ডিসেম্বর মো:ফিরোজ তালুকদার নরসিংদী থেকে বদলী হয়ে শিবপুর মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করে।দায়িত্ব গ্রহনের মাত্র এগার দিন (৪/১/২০২৩)পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদ সুমন মুন্সীকে গ্রেফতার করে ।
গত ১০ ফেব্রুয়ারী ওসি ফিরোজ তালুকদারের নির্দেশে থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে।
শিবপুর থানা থেকে প্রায় ১০০ মিটার পূর্ব পাশে গত ২৫ ফেব্রুয়ারী সকালে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ কে গুলি করে চলে যায় কয়েকজন সন্ত্রাসী। গত ১৪ মার্চ রাতের আধারে থানার উত্তর পূর্ব পাশে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে দুবৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। সেই মামলায় গ্রেফতার হয়েছিল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচীব আরিফ উল ইসলাম মৃধা। বর্তমানে তিনি জামিনে আছেন।