মাহবুব খান:
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশে উন্নতি করণে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল ইসলাম খান নিখিল এর নির্দেশে নরসিংদীর শিবপুরে উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা যুবলীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম।উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল,সদস্য নাদিম উদ্দিন সুজন,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী,সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,ফখরুল ইসলাম মিতু।
এ সময় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
সভায় আগামী ২২ জুলাই কেন্দ্র ঘোষিত তারুণ্যের জয়যাত্রা সফল করতে আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।