♦মো:মামুন মিয়া ♦
আগামীকাল শনিবার সকাল দশটায় শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দওেরগাঁও মধ্যপাড়া গ্রামের দুই কৃতি সন্তানকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। এরা হলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. শাহ নওয়াজ দিলরুবা খান ও ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট মো: এনামুল হক খান। মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে স্হানীয় গাঁও সংঘের আয়োজনে নরসিংদী জজ কোর্টের এডভোকেট এম এ হান্নান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।