♦আলো রিপোর্ট ♦
আজ শনিবার (২১/১২/২০২৪) নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তের গাঁও এর সামাজিক সংগঠন ‘গাও সংঘ’ এর উদ্যোগে অতিরিক্ত সচিব ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক শাহনওয়াজ দীলরুবা খান এবং ঢাকা জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি আইনজীবী মো: ইনামুল হক খান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জন্মসূত্রে এই দুইজনই দওেরগাঁও গ্রামের।
নরসিংদী বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মাছিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর কিংবদন্তি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সংবর্ধিত অতিথি শাহনওয়াজ দীলরুবা খান, এডভোকেট মোঃ এনামুল হক খান এনাম, অনলাইন নিউজ পোর্টাল শিবপুরের আলো ২৪ ডট কম এর উপদেষ্টা ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন আহাম্মেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম খান শাহীন, দত্তের গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই জন সভাপতি যথাক্রমে সাইফুল ইসলাম খান মিনু ও মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান, সাবেক সিবিএ সভাপতি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র এবং গাঁও সংঘের কয়েক জন সদস্য। উপস্থিত বক্তা গণ এমন সুন্দর ও উৎসাহ ব্যঞ্জক অনুষ্ঠানের আয়োজন করায় জন্য ভূয়সি প্রশংসা করেন। সংবর্ধিত অতিথি শাহনওয়াজ দীলরুবা খান তাঁর সংগ্ৰামী জীবন বৃত্তান্ত বর্ণনা করেন গৃহবধু থেকে কিভাবে এ পর্যায়ে এলেন।