নিজস্ব সংবাদদাতা:
গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষনের কথা বলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ শিবপুর উপজেলায় প্রায় দশ ঘন্টা বিদ্যুৎ বন্দ রাখে।
গত বৃহস্পতিবার ১১/৫/২০২৩) নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ বিদ্যুৎ বন্ধের নোটিশের মাধ্যমে শিবপুর উপজেলায় আজ শনিবার সকাল আটটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ বন্দ রাখার ঘোষণা দেয়। কিন্তু উপজেলার অনেক এলাকার গ্রাহকরা সাড়ে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বিদ্যুতের দেখা পায় নি। আবার কোন কোন এলাকায় সন্ধ্যায় বিদ্যুৎ এসে ১০/১৫ মিনিট স্হায়ী থাকে। তারপর যে বিদ্যুৎ গেছে এখনো ( এ রিপোর্ট লেখা পর্যন্ত) আসার কোন খবর নাই।প্রচন্ড গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত
শিবপুরবাসী।
শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের পাচপাইকা গ্রামের কয়েকজন বিদ্যুৎ গ্রাহক শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, বিদ্যুৎ এখন সোনার হরিণ হয়েগেছে।বিদ্যুৎ একবার গেলে আসার আর কোন খবর থাকে না।নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ নোটিশের
মাধ্যমে জানিয়েছিল আজকে শিবপুরে বিদ্যুৎ থাকবে না। কিন্তু গতকাল রাতেও অন্যদিনের মতো অনেক সময় বিদ্যুৎ বিহীন ছিলাম আমরা। আজকে সকাল আটটায় বিদ্যুৎ যায়, আসে বিকাল সাড়ে পাঁচটায় । তাতেও বিদ্যুতের স্হায়ীত্ব ছিল মাত্র ২০ মিনিট। পুনরায় বিদ্যুৎ যাওয়ার
আধা ঘন্টা পর বিদ্যুৎ ফিরে আসে।কিছুক্ষণ থাকার পর যে বিদ্যুৎ গেছে এখনো আসার কোন নাম গন্ধ নাই। প্রচন্ড গরমে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিবপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা দিশেহারা।