আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার :::
নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।তাই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পক্ষ বদলের ঘটনা ঘটছে বেশি। এছাড়াও এত দিন যারা নির্বাচনী মাঠের বাহিরে ছিলেন তারাও এখন ভোটের রাজনীতির মাঠে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। প্রতীক বরাদ্ধের পর নরসিংদীর শিবপুর আসনে যারা নৌকার পক্ষে কাজ করেছিলেন তাদের কাউকে কাউকে এখন স্বতন্ত্র প্রার্থীর মিটিং মিছিলে দেখা যাচ্ছে। তাই স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্খকরা মনে করছেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে ততই সিরাজ মোল্লার পাল্লা আরোও ভারি হবে।
জানাগেছে, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে নরসিংদীর শিবপুর আসন থেকে ১৮ জন প্রার্থী ছিল। এর মধ্য থেকে আ.লীগের মনোনয়ন বোর্ড উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: ফজলে রাব্বি খান কে দলীয় মনোনয়ন দেন। দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং ঈগল প্রতীক নিয়ে তিনি নির্বাচনে নৌকার মার্কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন।প্রতীক বরাদ্ধের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা নৌকা মার্কার পক্ষে থাকলেও বর্তমানে পক্ষ পরিবর্তন করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন অনেকে।